ঢাকাSunday , 19 October 2025

নিয়ামতপুরে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত

admin
October 19, 2025 1:47 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে রুপালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার সহযোগিতায় জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (২০২১-২০২৬) বাস্তবায়ন সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার (১৯অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আর্থিক স্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রুপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয় রাজশাহী মোঃ নিজাম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর রুপালী ব্যাংক পিএলসি শাখার শাখা ব্যবস্থাপক আল মামুন শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জোনাল অফিস নওগাঁর দেবব্রত সাহা, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরিফ হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান শাজুসহ তরুণ গ্রাহক, সেবা গ্রহীতা, সুশীল সমাজের গণ্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আলোচনা সভায় দিবসটি সম্পর্কে বিষদ আলোচনা করেন মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, রুপালী ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয় রাজশাহী মোঃ নিজাম উদ্দিন। দিবসটির তাৎপর্য তুলে ধরে সকল বক্তারা ব্যাংকিং সেবার মান আরও উন্নত করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।