ঢাকাFriday , 5 December 2025

পত্নীতলায় ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ ২ জন চোরাকারবারী আটক

admin
December 5, 2025 5:36 pm
Link Copied!

 

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দুইজন চোরাকারবারী সহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক করেছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, বৃহস্পতিবার রাত ১১টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভেলুপাড়া পাঁকা রাস্তার সামনে অভিযান পরিচালনা করে ৫৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাংলাদেশী নগদ ২৩ হাজার টাকা সহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা হলো পত্নীতলা উপজেলার গোপীনগর গ্রামের কছির উদ্দিন সরকারের ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী বিউটি বেগম(৩৫)। আটককৃতদের মাদক ও মালামাল সহ শুত্রবার নিয়মিত মামলার মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। যার সিজার মূল্য-৩৩ হাজার ৮শ টাকা।

আরও পড়ুনঃ  সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে রাতের আধারে ধানের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।