ঢাকাTuesday , 2 December 2025

পত্নীতলায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পান বিভাগের কর্মচারীদের কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী পালিত

admin
December 2, 2025 6:03 pm
Link Copied!

 পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) তিন পদমর্যাদার কর্মচারীদের দেশব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে নওগাঁর পত্নীতলায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পালিত হয়।
কর্মসূচীতে নেতৃত্ব দেন ৩ পদমর্যাদার কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি এনামুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য (প্রতিনিধি) খন্দকার আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলার সাধারন সম্পাদক আলী মুরতুজা, জেলা প্রতিনিধি মাসুদ মাজহার, এফডবব্লিউভি মুক্তা পারভীন, পরিবার কল্যান সহকারী শহিদা খাতুন, পরিবার কল্যান সহকারী রফিকা আকতার, FWV, FWA এবং FPI গণের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
এ সময় তাঁরা বলেন অবিলম্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি কার্যকর করার দাবীতে গত ২১ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কর্মসূচী পালন করে এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম প্রদান করে। কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় সারাদেশে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারা বলেছেন চাকুরী নিয়োগ বিধি না থাকায় এ বিভাগে একজন কর্মচারী একটি পদে যোগদান করে ২৫/৩০ বছর একই পদে চাকুরী করে অবসরে যেতে হয়। কাজেই চাকুরী নিয়োগবিধি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। অবিলম্বে চাকুরী নিয়োগবিধি রুপরেখা বাস্তবায়ন করত তাদের কাজে ফেরার পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুনঃ  সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।