ঢাকাWednesday , 3 December 2025

নিয়ামতপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

admin
December 3, 2025 3:11 pm
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
বেতন স্কেলের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের সামনে বুধবার (৩ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ এর কেন্দ্রীয়  কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় এমএমএস বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

উপজেলার স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ফার্মেসী কাউন্টারে রোগিদের লম্বা লাইন দেখা গেছে।
এ সময় বক্তব্য রাখেন মেডিক্যাল টেকনলোজিস্ট ও ল্যাব মমিনুর রহমান, ফার্মাসিস্ট আফরোজ আলী
জাহিদ আলম প্রমূখ।

আরও পড়ুনঃ  সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

কর্মবিরতি চলাকালে তাঁরা বলেন, এর মধ্যে দাবি মানা না হলে আগামী ৪ ডিসেম্বর (শাট-ডাউন) পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।