ঢাকাSaturday , 6 December 2025

নিয়ামতপুরে সারের কোনো সংকট নেই: গুজবে কান না দেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার

admin
December 6, 2025 2:04 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সম্প্রতি সার সংকট নিয়ে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, উপজেলায় ডিলার পয়েন্টগুলোতে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কোন ডিলার কৃত্রিম সার সংকট তৈরি করলে কৃষি অফিসে অবগত করার জন্য অনুরোধ করা আহবান জানান।
তিনি আরও জানান, কৃষকদের আলু, সরিষা ও গমসহ বর্তমান মৌসুমের চাষাবাদের জন্য যতটুকু সার প্রয়োজন সরকারি মূল্যে ডিলার পয়েন্ট থেকে সহজেই সংগ্রহ করা সম্ভব। এ অবস্থায় গুজবে কান না দিয়ে নির্ভয়ে প্রয়োজন অনুযায়ী সার সংগ্রহ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
এছাড়াও বোরো মৌসুমের জন্য আগাম সার সংগ্রহ না করার জন্য সকল কৃষকদের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বেগম রোকেয়া দিবস পালিত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।