ঢাকাSunday , 7 December 2025

নিয়ামতপুরে রাতের আধারে ধানের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ

admin
December 7, 2025 7:35 pm
Link Copied!

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নিয়ামতপুরে রাতের আধারে ধানের পালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে থানায় অভিযোগ সর্বসান্ত কৃষকের।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার সালালপুর (দিঘীরপাড়) গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ হোসেন আলী (৫৭)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ ডিসেম্বর দিবাগত রাত অনুমান ২টার দিকে কে বা কাহারা পূর্ব শত্রুতার জেরে ১১ বিঘার জমির পাকা ধানের ৪টি পালা আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়। এতে প্রায় ৫ লক্ষ্য টাকার মতো ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  সাপাহারে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ হোসেন আলী জানান, আমরা কৃষক মানুষ। রোদ–বৃষ্টি–ঝড়–বিভিন্ন প্রতিকূল সামলে কত কষ্টে ধান উৎপাদন করি। সেই ধানই যখন কেউ ইচ্ছে করে জ্বালিয়ে দেয়,তখন বুকটা হাহাকার করে ওঠে। আমাদের মতো মানুষের এটাই তো সারা বছরের ভরসা।
তিনি আরও জানান, ঘটনার আগে অপরিচিত একটি নম্বর থেকে তাকে বারবার ফোন করে অর্থ দাবি করা হয়। টাকা না দেওয়ায় তার জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।
দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে তিনি নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি দ্রুত অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দ্বায়িত্ব) রেজাউল করিম বলেন, ধানের পালা পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুনঃ  জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।