নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে নিয়ামতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় (ওসির) কার্যালয়ে এ সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।
নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য জাকির হোসেন, আব্দুল করিম প্রমূখ।
সদ্য বিদায় নেওয়া (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকের উদ্দেশ্য বলেন, সাংবাদিকরা দেশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

