ঢাকাSunday , 7 December 2025

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাইগাছীতে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
December 7, 2025 7:33 pm
Link Copied!

 

সাপাহার নওগাঁ প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী হাইস্কুল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বাদ আসর আয়োজিত এ মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। পুরো মাঠজুড়ে ছিল বিপুল জনসমাগম ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ ছালেক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সহ-সভাপতি আব্দুল গণি ও তৌফিক শাহ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আজহার আলী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুজা, যুবদল সভাপতি মনজুরুল আলমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে সারের কোনো সংকট নেই: গুজবে কান না দেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তার

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়ার সময় উপস্থিত সবাই হাত তুলে “আমিন” ধ্বনিতে অংশ নেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় এমএমএস বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ছালেক চৌধুরী বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আবারও দেশের মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেন।”

আরও পড়ুনঃ  জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে নিউজ

দোয়া মাহফিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক। তাঁর সুস্থতা কামনায় তারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন এবং দোয়া ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।